بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَابًا
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَابًا
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
ইজা জামা' নাসরুল্লাহি ওয়াল ফাতহ।
ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনি আল্লাহি আফওয়া।
ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইননাহু কানা তাওয়াবা।
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
ইজা জামা' নাসরুল্লাহি ওয়াল ফাতহ।
ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনি আল্লাহি আফওয়া।
ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইননাহু কানা তাওয়াবা।
অর্থ:
"যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে,
এবং তুমি মানুষকে আল্লাহর ধর্মে প্রবেশ করতে দেখবে,
তখন তুমি তোমার প্রভুর পবিত্রতা ঘোষণা কর এবং তাঁর কাছে ক্ষমা চাও,
নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী।"
"যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে,
এবং তুমি মানুষকে আল্লাহর ধর্মে প্রবেশ করতে দেখবে,
তখন তুমি তোমার প্রভুর পবিত্রতা ঘোষণা কর এবং তাঁর কাছে ক্ষমা চাও,
নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী।"
সূরা তে আরবী, আরবী উচ্চারণ ও বাংলা অর্থ তে আমাদের অনইচ্ছাকৃত ভুল হতে পারে, হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ্ আমরা ঠিক করে দিবো।